Site icon Jamuna Television

বিএনপির কর্মসূচির দিনে সতর্ক থাকবে আ. লীগ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপির কর্মসূচির দিনে সতর্ক অবস্থায় থাকবে আওয়ামী লীগ। বিশৃংখলা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তথ্যমন্ত্রী। বলেন, বিএনপি সব সময় রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করে।

কর্মসূচি নিয়ে বিএনপির অনেক হাকডাক ছিল উল্লেখ করে তিনি বলেন, ৫২ দলের কয়েকশ মানুষ উপস্থিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাওয়া প্রমাণ করে আইন আদালত স্বাধীনভাবে কাজ করছে। জেল থেকে বের হবার পর তাদের বক্তব্য নমনীয় ভাব প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version