Site icon Jamuna Television

ক্যান্সারকে হারিয়ে মাঠে ফিরেছেন হলার

ছবি: সংগৃহীত

ক্যান্সার জয় করে মাঠে ফিরেছেন বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার সেবাস্তিয়ান হলার। দ্বিতীয় সারির ক্লাব ফরচুনা ডুসেলদর্ফের বিপক্ষে মাঠে নামেন আইভরি কোস্টের এই ফুটবলার।

গত গ্রীষ্মে দলবদলের সময় টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে তার। আয়াক্স থেকে ডর্টমুন্ডে এসে দারুণ কিছুর স্বপ্ন বুনছিলেন হলার। তবে মাঠে নামার আগেই চলে আসে দুঃসংবাদ।

তবে প্রাণসংশয়ের চোখ রাঙানি উপেক্ষা করে ক্যান্সারকে হার মানান হলার। দু’বার অস্ত্রোপচারের পাশাপাশি নিতে হয়েছে কেমোথেরাপি। এর মধ্যেই শীতকালীন অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে আলোচনায় আসেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

/আরআইএম

Exit mobile version