Site icon Jamuna Television

উত্তরে সহায়তার হাত

শীতে জবুথবু উত্তরাঞ্চলের গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ অববাহিকায় কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বুধবার সদরের মালিবাড়ি ও সুন্দরগঞ্জের শ্রীপুরে শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। শামসুল হক ফাউন্ডেশনের পক্ষে কম্বল বণ্টন করে স্থানীয় সমাজকল্যাণ সংগঠন ‘সড়াই নদী সংঘ’।

টানা শীতে বিপর্যস্ত এসব মানুষ উষ্ণতার উপকরণ পেয়ে বেশ খুশি। তারা বলছেন, গাইবান্ধার এমন প্রত্যন্ত অঞ্চলের খোঁজ খবর রাখেন কমজনই। সেখানে সুদূর চট্টগ্রাম থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এমন মানবতার হাত পৌঁছানো সত্যি আনন্দের। ভবিষ্যতে এই ফাউন্ডেশন তাদের কষ্টে পাশে থাকবে বলে আশা সেখানকার দরিদ্র মানুষের।

এদিকে, নদী ভাঙ্গন ও বন্যায় বিপর্যস্ত জীবনে এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন।

ইউএইচ/

Exit mobile version