Site icon Jamuna Television

অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে অটোরিকশা চাপায় নাতি নিহত

ভোলা প্রতিনিধি:

ভোলায় বাবা-মার সাথে অসুস্থ দাদাতে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মেহেদী হাসান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মেহেদী হাসান ভোলার চরফ্যাশন পৌর ৮ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের কাইমুদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির বাবা চরফ্যাশন পৌর ৮ নম্বর ওয়ার্ডে নতুন বাড়ি করে বসবাস করেন। আর তার দাদা মো. রবিউল হক গ্রামের বাড়িতে থাকেন। দাদা অসুস্থ থাকায় তাকে দেখতে যান শিশুটির বাবা, মাসহ আত্মীয় স্বজনরা।

পরে ব্যাটারি চালিত বোরাকে করে দুপুরের দিকে চরফ্যাশন পৌর ৮ নম্বর ওয়ার্ডে ফেরার পথে কাইমুদ্দিন মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী অটোরিকশা তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে শিশু মেহেদী বোরাকের চাকার নিচে পরে আহত হয়। পরে তাদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএইচ/

Exit mobile version