Site icon Jamuna Television

ভোলায় বা‌স চাপায় ট্রা‌কের হেলপার নিহত

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় ট্রাক থে‌কে পড়ে বা‌সের চাপায় মো. স্বপন (২৫) না‌মে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্প‌তিবার (১২ জানুয়া‌রি) বিকালে ভোলার দৌলতখান উপ‌জেলার বাংলাবাজার রে‌জিস্টার অ‌ফি‌সের সামনে এ ঘটনা ঘ‌টে। নিহত স্বপন নওগাঁর মো. মোকারম হো‌সে‌নে‌র ছে‌লে।

স্থানীয়রা জানান, বি‌কোল ৪টার দি‌কে বাংলাবাজার রে‌জিস্টার অ‌ফিসের সাম‌নে চাল বোঝাই এক‌টি ট্রাক আ‌সে। পরে ট্রাক তেরপা‌লের হুম খুল‌তে গি‌য়ে ট্রাকের উপর থে‌কে রাস্তায় পড়ে যান ট্রা‌কের হেলপার স্বপন। ওই সময় দৌলতখান থে‌কে ভোলাগামী এক‌টি যাত্রীবা‌হী বাস এসে তাকে চাপা দিলে গুরুতর আহন স্বপন। স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। পরে বি‌কেল ৫টার দি‌কে চি‌কিৎসা‌ধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাংলাবাজার পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এসআই মো. জাকীর হো‌সেন ঘটনার জানান, খবর পে‌য়ে পু‌লিশ নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে‌ছে। বাস ও বা‌সের চালক‌কে আট‌কের চেষ্টা চল‌ছে।

এসজেড/

Exit mobile version