Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগতীরে মুসল্লিদের ঢল

ফাইল ছবি

ফজরের নামাজের পর আজ (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম। ইজতেমায় অংশ নিতে কয়েকদিন আগে থেকেই টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতেও মানুষ এসেছে দলে দলে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগের রাতে মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানের দিকে। তবে, শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে রাস্তার ধারে ঠাঁই নিয়েছেন অনেকে। করোনা মহামারি কাটিয়ে ২ বছর পর বড় পরিসরে হচ্ছে বিশ্ব ইজতেমা।

রাতভর নানা উপায়ে সময় কাটিয়েছেন মুসল্লিরা। কেউ তাবুতে শুয়ে, কেউ সঙ্গীদের সাথে গল্প করে, আবার কেউ পরেরদিনের জন্য রান্না সেরেছেন। মুসল্লিরা জানান, ইজতেমায় আসার একমাত্র লক্ষ্য, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আয়োজকরা জানান, পুরো ময়দানকে জেলাভিত্তিক ৯১ ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান নিশ্চিত করতে কয়েকদিন আগে থেকেই আসেন লোকজন। শেষ মুহূর্তে এসে তাঁবুতে ঠাঁই পাননি অনেকে।

আজ শুক্রবার দুপুরে ইজতেমা মাঠেই হবে জুমার নামাজে দেশের সর্ববৃহৎ জামায়াত। কয়েক লাখ মানুষের এ জামায়াতে ইমামতি করবেন কাকরাইল মসজিদের মাওলানা জোবায়ের। মুসল্লিরা জানান, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করবেন তারা।

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এএআর/

Exit mobile version