Site icon Jamuna Television

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন ভক্ত

হঠাৎ মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেন এক ভক্ত।

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির যেন সীমা নেই। সরাসরি সাক্ষাৎ পাওয়া কিংবা কাছ থেকে একবার ছুঁয়ে দেখা অনেকের কাছে স্বপ্নের মতো। অনেক সময় ভক্তদের পাগলামিতে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে দেখা যায় তারকাদের। চট্টগ্রামে তেমনই এক ভক্তের মুখোমুখি হলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাকে জড়িয়ে ধরতে সরাসরি মঞ্চে উঠে পড়লেন এক তরুণ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম শহরের লালখান বাজারে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা’র আউটলেট উদ্বোধন করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন সাকিব। ভক্তের আকস্মিক এমন কাণ্ডে কিছুটা ভড়কে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের সেই ভক্ত বলেন, সাকিব ভাইকে আমি খুব ভালোবাসি। যখন শুনলাম তিনি এখানে এসেছেন, দৌঁড়ে চলে এসেছি। এসে তাকে জড়িয়ে ধরেছি। একটুও ভয় করেনি আমার।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে বন্দরনগরী চট্টগ্রামে গিয়েছেন সাকিব। ঢাকা পর্ব শেষে আসরের ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাকিবের দল ফরচুন বরিশাল শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

এএআর/

Exit mobile version