Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় শতাধিক রুশ সেনাকে হত্যা করা হয়েছে: কিয়েভ

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সোলেদার ফ্রন্টলাইনে শতাধিক রুশ সেনাকে হত্যার দাবি করছে ইউক্রেন। বৃহস্পতিবার (১২ (জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান দোনেৎস্কের গভর্নর পাবলো কিরিলেনকো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, রুশরা নিজ নাগরিকদের মরদেহের ওপর চালিয়ে যাচ্ছে যুদ্ধ। খনিসমৃদ্ধ শহরটি দখলে এতোটাই মরিয়া যে তাদের সামনে আসা সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, সেভেনটি সেভেনথ প্যারাট্রুপার এবং ফোরটি সিক্স এয়ারবোর্ন ব্রিগেডের সদস্যরা সোলেদারে শক্ত অবস্থান ধরে রেখেছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের ঘাঁটিতেও ফাটল ধরিয়েছে। বাখমুতে প্রবেশের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দখলদার বাহিনী। তাদের প্রতিরোধে ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, অস্ত্র-গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করা হবে।

এদিকে দুই দিন আগেই রাশিয়া জোরালোভাবে জানায়, সোলেদার কব্জার দ্বারপ্রান্তে তারা। ভারী মর্টার-মিসাইল ছুঁড়ে নিয়ন্ত্রণে নিয়েছে স্পর্শকাতর স্থাপনাগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরী বাখমুতে ঢোকার প্রবেশপথ হিসেবে বিবেচনা করা হয় ছোট্ট এই শহরকে।

এএআর/

Exit mobile version