Site icon Jamuna Television

দিবালার গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রোমা

ম্যাচে পাওলো দিবালার একমাত্র গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রোমা। ছবি : সংগৃহীত

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এএস রোমা। শেষ ষোলতে তারা ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে।

হোম ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণে জেনোয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় মরিনিয়োর রোমা। কিন্তু কাঙ্ক্ষিত গোল আসছিল না। কখনও গোলরক্ষক আবার কখনও বাধা হয়েছে ক্রসবার। অবশেষে ৬৩ মিনিটে ভাঙ্গে ডেটলক। দলের সবচেয়ে বড় তারকা পাওলো দিবালার গোলে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নেয় রোমা।

এএআর/

Exit mobile version