Site icon Jamuna Television

ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে

আগামী সপ্তাহে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে ভারতের উত্তরাঞ্চলের তাপমাত্রা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় আবহাওয়া অধিদফতর এই পূর্বাভাস দিয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের।

আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি ১৪ থেকে ১৯ তারিখ পর্যন্ত অনুভূত হবে তীব্র শৈত্যপ্রবাহ। ১৮ জানুয়ারির মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখবে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো। তাছাড়া, নয়াদিল্লিতে হতে পারে হালকা বৃষ্টিপাত। যা ভারতের রাজধানী এবং আশপাশের এলাকায় কনকনে ঠান্ডার অনুভূতি দিবে।

বিশেষজ্ঞরা বলছেন, গেল ২৩ বছরের মধ্যে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়তে যাচ্ছে নয়াদিল্লি। সবশেষ ২০০৬ সালে ভারতের রাজধানীতে অনুভূত হয়েছিল এক দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

ইউএইচ/

Exit mobile version