Site icon Jamuna Television

‘দুই কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক পেয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট’

দুই কোটিরও বেশি বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন থেমে নেই, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। এই চুক্তির ফলে ঘরে বসেই ইন্টারনেটে পাসপোর্টের জন্য আবেদন করে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট।

মেশিন রিডেবল পাসপোর্টেও জালিয়াতি হওয়ায় ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরও নির্ভুল, সহজতর করতেই বাংলাদেশসহ বিশ্বের ১১৯টি দেশে ই-পাসপোর্ট চালু করা হয়েছে।

Exit mobile version