Site icon Jamuna Television

নথি উদ্ধারে কোনঠাসা বাইডেন, তদন্তের জন্য বিশেষ উপদেষ্টা নিয়োগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধারকৃত নথিপত্রের ব্যাপারে তদন্তের জন্য বিশেষ উপদেষ্টা নিয়োগ দেয়া হলো। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড অনুসন্ধান চালাবেন। তবে, বিচার বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি রবার্ট হুর এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন। খবর রয়টার্সের।

উদ্ধারকৃত রাষ্ট্রীয় গোপন নথির ব্যাপারে প্রশাসন বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বৃহস্পতিবার, এমনটা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারের উইলমিংটনে প্রেসিডেন্টের নিজ বাসভবনের গ্যারেজে মিলেছে এসব নথিপত্র। সেগুলো তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালের কাগজপত্র, এমনটা জানিয়েছে হোয়াইট হাউস। উদ্ধারের পরই সেগুলো বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

যদিও তল্লাশি চালিয়ে রেহোবথ বিচের বাড়িতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গেলো ২ নভেম্বরে প্রথমবার পেন বাইডেন সেন্টার থেকে কূটনীতি ও বৈশ্বিক সম্পর্ক বিষয়ক বেশকিছু নথিপত্র উদ্ধার হয়।

/এমএন

Exit mobile version