Site icon Jamuna Television

সংগীতশিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা মেরি মারা গেছেন

‘রক অ্যান্ড রোলের রাজা’ খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে ও মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তার মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন।

বিনোদন ওয়েবসাইট টিএমজেডের তথ্য অনুযায়ী, লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

উল্লেখ্য, লিসা মেরি প্রিসলি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তার বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর।

ইউএইচ/

Exit mobile version