Site icon Jamuna Television

বিদ্যুতের দাম না কমালে বিল বন্ধ করে দেয়া হবে: বরকত উল্লাহ বুলু

বিদ্যুতের দাম কমানো না হলে আগামীতে জনগণকে সাথে নিয়ে বিদ্যুৎ বিল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি আদালতের আদেশে বাজেয়াপ্ত করার প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন তিনি। এ সময় বরকত উল্লাহ বুলু অভিযোগ করেন, সরকার আতঙ্কিত বলেই বিএনপিকে দমন করতে চায়। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব নেই। কিন্তু বিএনপি নেতৃত্ববিহীন নয়। সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করতে যুগপৎভাবে জনগণ রাজপথ নেমেছে বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version