Site icon Jamuna Television

মেক্সিকোতে মেট্রোরেল দুর্ঘটনা এড়াতে ৬ হাজার ন্যাশনাল গার্ড অফিসার নিযুক্ত

মেক্সিকোতে মেট্রোরেল দুর্ঘটনা এড়াতে ৬ হাজার ন্যাশনাল গার্ড অফিসারকে রেল ব্যবস্থাপনায় নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেক্সিকো সিটি মেয়র এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। খবর বার্তা সংস্থা এপির।

সম্প্রতি ঘটা মেট্রো দুর্ঘটনার পরই এ সিদ্ধান্ত নেয়া হলো। অফিসাররা মেট্রোর বিভিন্ন স্টেশনে থেকে খেয়াল রাখবেন সামগ্রিক পরিস্থিতির ওপর। তবে তারা সশস্ত্র হবেন না।

কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি ঘটা দুর্ঘটনাগুলো মোটেই স্বাভাবিক নয়। হতে পারে ইচ্ছাকৃতভাবে এমন দুর্ঘটনা ঘটানো হয়েছে। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

মেক্সিকো সিটিতে রেলে দৈনিক গড়ে ৪৬ লাখ মানুষ যাতায়াত করে। সাম্প্রতিক ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যবস্থাপনা ও নির্মাণ কাঠামোয় ত্রুটির অভিযোগ উঠেছে। গেল সপ্তাহেই পরপর দুটি দুর্ঘটনার মুখোমুখি হয় মেক্সিকো সিটির মেট্রোরেল। এতে একজন আহত ও প্রায় ৫৭ জন নিহত হয়।

ইউএইচ/

Exit mobile version