Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজ আদায় লাখো মুসল্লির

বিশ্ব ইজতেমার প্রথম দিনে টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। রাজধানীসহ আশপাশের জেলা থেকেও জুমার নামাজ আদায়ের জন্য সকাল থেকে টঙ্গীতে আসেন মুসল্লিরা।

জুমার নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। জুমার নামাজ পড়ান মাওলানা জুবায়ের।

এর আগে, ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত উপেক্ষা করেই টঙ্গীর তুরাগ তীরে হাজির হয়েছেন দেশি-বিদেশি লাখো মুসল্লি। তাবলীগের সবচেয়ে বড় জমায়েতে গত কয়েক দিন ধরেই আসছেন মুসল্লিরা।

পুরো ময়দানকে জেলাভিত্তিক ৯১ ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান নিশ্চিত করতে কয়েকদিন আগেই আসেন লোকজন। শেষ মুহূর্তে এসে তাঁবুতে ঠাঁই পাননি অনেকে। মুসল্লিরা বলেন, আল্লাহর নির্দেশনা পালনে নিজেদের সংশোধন করতেই ইজতেমায় আসা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

/এমএন

Exit mobile version