Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি

আরও অবনতি হয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ক্যালিফোর্নিয়ার বন্যা পরিস্থিতি। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২০ জনে। খবর বিবিসির।

শুক্রবার (১৩ জানুয়ারি) আবারও ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন।

গেল দুই সপ্তাহে দুই দফা শক্তিশালী ঝড় আঘাত হানে রাজ্যটিতে। টানা বৃষ্টিতে বন্যা কবলিত হয় রাজ্যটি। তলিয়ে গেছে ঘড়বাড়ি, রাস্তাঘাটসহ বহু স্থাপনা। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। দুর্যোগ কবলিত বাসিন্দাদের ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। প্রাণহানি এড়াতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version