Site icon Jamuna Television

ইফতিখার ঝড়ে রানের পাহাড় বরিশালের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের দিনের প্রথম খেলায় পাকিস্তানি মারকুটে ব্যাটার ইফতিখার আহমাদের ঝড়ো ইনিংসে ২০২ রানের বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন চট্টগ্রামে। যেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় সাকিব আল হাসানে ফরচুন বরিশাল। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বরিশালের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং আনামুল হক বিজয়। ৩ ওভার শেষে ৩৩ রানের উড়ন্ত সূচনা পায় বরিশাল। মিরাজ আউট হওয়ার আগে ৩টি চার ও ১টি বিশাল ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রানের ক্যামিও একটি ইনিংস খেলেন।

ছবি: সংগৃহীত

৩ নম্বরে ব্যাট করতে আসেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। মৃত্যুঞ্জয়ের প্রথম দুই বলে দুই চার মেরে ভালো শুরুর জানান দিলেও তৃতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। তবে, রানের চাকা সচল রাখেন ওপেনার আনামুল হক বিজয় এবং আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। দলীয় ৭১ রানে এবং ব্যাক্তিগত ৩০ রান করে ভিজয়কান্থের বলে আউট হন আনামুল হক বিজয়।

ছবি: সংগৃহীত

এরপর ইব্রাহিম জাদরানের সাথে দ্রুত ৪৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলেন রিয়াদ। ১২.৩ বলে ১২০ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়লেও বরিশালকে টেনে তোলেন ইব্রাহিম ও ইফতিখার। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ইব্রাহিম জাদরান। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাদরান।

শেষে ৫টি ছক্কা এবং ৩টি চারের সাহায্য ২৬ বলে অপরাজিত ৫৭ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন ইফতিখার। শেষ দুই ওভারে ৩৩ রান করলে ২০২ রানের বড় সংগ্রহ পায় ফরচুন বরিশাল। চট্টগ্রামের হয়ে ৩টি উইকেট পান পেসার আবু জায়েদ রাহি।

/আরআইএম

Exit mobile version