Site icon Jamuna Television

অর্থনৈতিক সংকটের মুখে সামরিক বাহিনীর বাজেট কমানোর সিদ্ধান্ত শ্রীলঙ্কার

অর্থনৈতিক সংকটের মুখে সামরিক বাহিনীর বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৩ জানুয়ারি) দেয়া ঘোষণায় কলম্বো জানায়, সামরিক খাতে খরচ এক তৃতীয়াংশ কমিয়ে আনা হবে। খবর হিন্দুস্তান টাইমসের।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যে সেনার সংখ্যা তিন ভাগের এক ভাগ কমিয়ে ১ লাখ ৩৫ হাজারে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও কমতে থাকবে। এতে করে ২০৩০ সালের মধ্যে সেনার সংখ্যা দাঁড়াবে ১ লাখে। শুধু নিয়োগই নয়, এর পাশাপাশি সামরিক সরঞ্জাম কেনা এবং রক্ষনাবেক্ষণ খরচও কমানো হবে। এই সিদ্ধান্তের ফলে দেশটির নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে।

গেল ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। মূলত ডলার সংকট থাকায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না দেশটির সরকার। যার প্রভাবে দীর্ঘদিন অতি প্রয়োজনীয় জ্বালানিও পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version