Site icon Jamuna Television

২০২০ টোকিও অলিম্পিকে যোগ হচ্ছে নতুন ৭টি ইভেন্ট

২০২০ টোকিও অলিম্পিকে ৭টি নতুন ইভেন্ট যোগ করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। যার সব কয়টি আইস স্কেটিংয়ের ইভেন্ট।

অলিম্পিক এজেন্ডা ২০২০ অনুযায়ী নারী ও পুরুষ অ্যাথলেটদের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে অলিম্পিক কমিটি। সেই লক্ষে টোকিও অলিম্পিকে এই সাত ইভেন্টের অর্ন্তভুক্তি।

স্কাই বিগ এয়ার, ডায়নামিক মিক্সড, শর্ট ট্রাক মিক্সড রিলে, স্কাই জাম্পিং মিক্সড টিম ইভেন্ট, মিক্সড জেন্ডার টিম এরিয়ালস, স্নো বোর্ড মিক্সড টিম ইভেন্ট গুলো অন্যতম।

নতুন এই ইভেন্টগুলো সংযোজনের ফলে অলিম্পিকে নারী অ্যাথলেটের সংখ্যা ৪১ ভাগ থেকে বেড়ে দাড়াবে ৪৫.৪৪ শতাংশতে।

Exit mobile version