Site icon Jamuna Television

মরতে হয় তাহলে এমনি মরবো, তবু কেমোথেরাপি নেবো না: সঞ্জয় দত্ত

ছবি: সংগৃহীত

মরতে হয় তাহলে এমনি মরবো, তবু কেমোথেরাপি নেবো না বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। খবর হিন্দুস্থান টাইমস’র।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে সঞ্জয় বলেন, শুরুতে আমার পিঠে ব্যথা হয়। তখন গরম পানি ও ব্যথানাশক ওষুধ খেয়েই যাচ্ছিলাম। একদিন হঠাৎ দেখি নিশ্বাস নিতে পারছি না। পরে হাসপাতালে নেয়া হলে ক্যানসারের কথা জানতে পারি।

তিনি আরও বলেন, ওই দিন হাসপাতালে আমি একাই ছিলাম। আকস্মিকভাবে আমাকে চিকিৎসকরা জানায়, আমার ক্যানসার হয়েছে। পরিবারের কেউই তখন আমার আশেপাশে ছিল না। ক্যানসার আক্রান্তের খবরটি পাওয়ার পর একটা কথাই বলেছিলাম আমি। সেটা হলো, যদি মরতে হয় তাহলে এমনি মরব, তবু কেমোথেরাপি নেবো না।

উল্লেখ্য, ২০২০ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের। সে সময় ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন বলে জানতে পারেন তিনি। শুরুতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন সঞ্জয়। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। দীর্ঘদিন সেখানে মরণব্যাধি ক্যানসারের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন এই অভিনেতা।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তের মা ও স্ত্রী দু’জনই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

/এনএএস

Exit mobile version