Site icon Jamuna Television

পৃথিবীতে মোট পিঁপড়ার সংখ্যা কত?

এখন পর্যন্ত পৃথিবীতে মোট ১৫ হাজারের বেশি প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে। কিন্তু তাদের মোট সংখ্যা কত? হংকং বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক অবশ্য এই ধাঁধার উত্তর বের করে ফেলেছেন। তাদের দাবি, সংখ্যাটি হলো ২০ কোয়াড্রিলন (১ কোয়াড্রিলন= ১ হাজার লাখ কোটি), অর্থাৎ ২০ হাজার লাখ কোটি। খবর সিএনএনের।

পৃথিবীতে কোন একালায় পিঁপড়ের ঘনত্ব কত তা নিয়ে প্রকাশিত ৪৮৯টি গবেষণাপত্র থেকে তথ্য সংগ্রহ করে তারা এ সংখ্যাটি বের করেছেন বলে জানান।

গবেষণাপত্রে বলা হয়েছে, ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ গরম এলাকায় পিঁপড়ার সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় প্রায় ছয়গুণ বেশি। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, বিশ্বে যত পিঁপড়ে রয়েছে তার মোট ওজন এক হাজার ২০০ কোটি কিলোগ্রাম যা ৩০ লক্ষ ভারতীয় হাতির ওজনের সমান।

এটিএম/

Exit mobile version