Site icon Jamuna Television

চট্টগ্রামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা জানা গেলো

চট্টগ্রাম ব্যুরো:

মধ্যরাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লাগা ভয়াবহ আগুনে মারা গেছেন একই পরিবারের ৫ জন সদস্য। গুরুতর অবস্থায় আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রান্নাঘরের চুলা থেকে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টায় হঠাৎ আগুন লাগে রাঙ্গুনিয়ার মহাজন পাড়ার খোকন বসাকের সেমিপাকা টিনশেড বাড়িতে। এতে পুড়ে যায় গোটা বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় খোকনের বাবা কাঙ্গাল বসাক, মা ললিতা বসাক, স্ত্রী লাকি বসাক, ছেলে সৌরভ ও ৪ বছর বয়সী মেয়ে শায়ন্তী বসাক। দগ্ধ খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও দমকল কর্মীরা বলছেন, রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসজেড/

Exit mobile version