Site icon Jamuna Television

বন্ধুকে প্রেমিকার সাথে বেশি সময় রাখতে বিমানে বোমার আতঙ্ক

ছবি: সংগৃহীত

বন্ধুকে প্রেমিকার সাথে বেশি সময় কাটাতে সাহায্য করার জন্য বিমানে বোমা আছে বলে ভুয়া কল করা অভিনব প্রকাশ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। খবর ইন্ডিয়া টুডে’র।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি থেকে পুনে অভিমুখী স্পাইস জেটের একটি প্লেনে বোমা আছে, ফোনে এমন খবরে প্লেনটিতে তল্লাশি চালানো হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়ার কথা ছিল প্লেনটির। পরে যাত্রা বিরতি করিয়ে তল্লাশি চালানোর পর প্লেনে সন্দেহজনক কিছু পায়নি কর্তৃপক্ষ।

ঘটনার তদন্তে সেই ব্যক্তিকে খুঁজতে দিল্লি পুলিশ বিশেষ টিম গঠন করে। এরপর তারা কলারকে খুঁজে পায় এবং তার নাম পরিচয় জানায়।

আটকের পর প্রকাশ জানান, বন্ধু যেন তার প্রেমিকার সাথে বেশি সময় কাটাতে পারে সেজন্য ফোন কলটি করা হয়। পুনেগামী ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে একজন ছিলেন তার বন্ধু।

/এনএএস

Exit mobile version