Site icon Jamuna Television

বান্ধবী সেলিনাকে রোনালদোর বিয়ের ঘোষণা

ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও তার বান্ধবী মডেল সেলিনা লকসকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন। এটি হতে যাচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তির চতুর্থ বিয়ে। খবর মিররের।

সেলিনা লকসের সাথে রোনালদোর সম্পর্ক ৭ বছরের। সেই সম্পর্ককে পরিণতি দেয়ার জন্য দু’জনে আংটি বদল করেছেন। এর আগে, ২০০৩ সালে মিলেন ডমিঙ্গুয়েজ এবং ২০০৫ সালে ড্যানিয়েলা সিসারেল্লিকে বিয়ে করেন ‘ফেনোমেনন’ রোনালদো। এরপর মারিয়া বিয়েট্রিচ অ্যান্টনিকে বিয়ে করেন রোনালদো।

রোনালদোর সঙ্গে আংটি হাতে ছবি পোস্ট করে বিষয়টি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন সেলিনা নিজেই। ছবিতে রিয়াল ও বার্সার সাবেক তারকা স্ট্রাইকারকেও দেখা গেছে। এখন বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন দুজনেই। ২০১১ সালে শারীরিক জটিলতার কারণে ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলে দেন রোনালদো। ব্রাজিলের জার্সিতে ২০০২ বিশ্বকাপ, ব্যালন ডি’অর, তিনবার ফিফা দ্য বেস্ট হয়েছেন এই স্ট্রাইকার।

আরও পড়ুন: সুস্বাস্থ্যের জন্য তীব্র শীতে গাজার মানুষের সাঁতার!

/এম ই

Exit mobile version