Site icon Jamuna Television

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে বকুল মৃধা নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খিলগাঁও থানার একটি বাড়িতে পরিবারের মা ও ভাইসহ বসবাস করতেন মৃধা নামের ওই মানসিক ভারসাম্যহীন যুবক। মার সাথে ঝগড়া হলে দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়েন। পরে তার অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

/এমএন

Exit mobile version