Site icon Jamuna Television

ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গোলো যুবকের

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জে ট্রেনের ছাদে উঠে সেলফি তোলার সময় পড়ে গিয়ে মারা গেছে এক যুবক। নিখোঁজ রয়েছে আরেকজন।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি লোকাল ট্রেন বদরগঞ্জ অতিক্রম করে ১৩ নং ঘূমটির কাছে গেলে এই ঘটনা ঘটে।

এসময় দুই যুবক ট্রেনের উপরে উঠে সেলফি তুলছিলেন। পড়ে গিয়ে সাথে সাথেই একজন মারা যান। তার নাম মিজানুর রহমান (২৮)। তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার শাহ আলম মিয়ার পুত্র। তবে এ ঘটনায় ছাদ থেকে পড়ে যাওয়া অপরজনের খোঁজ পাওয়া যায়নি।

স্টেশন সূত্র জানিয়েছে ওই দুই যুবক বদরগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এনএএস

Exit mobile version