Site icon Jamuna Television

অর্থ আত্মসাতের ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলার আসামি এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে গ্রেফতাত করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কাওমী মাদরাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ১৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

গ্রেফতার মাওলানা আব্দুর রব খান (৭০) এহসান গ্রুপের পরিচালক মুফতি রাখিব আহসানের পিতা এবং পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত. ইব্রাহীম খানের পুত্র। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কাওমী মাদরাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসারও পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল মাওলানা আব্দুর রব খানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া বেশ কিছু গ্রাহকের মামলা দায়েরের পরে আত্মগোপনে ছিল আলোচিত এহসান গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফত রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। বর্তমানের এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছে।

/এনএএস

Exit mobile version