Site icon Jamuna Television

নাপোলির মাঠে গোল বন্যায় বিধ্বস্ত য়্যুভেন্টাস

ইতালিয়ান সিরি আ লিগে য়্যুভেন্টাসকে বিধ্বস্ত করেছে নাপোলি। সফরকারীদের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। জোড়া গোলের দেখা পান ভিক্টর ওসিমহেন।

ঘরের মাঠে শুরু থেকেই য়্যুভেন্টাসের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে নাপোলি। ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর ওসিমের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৭ মিনিট পর ম্যাচে ফেরার সুযোগ আসে য়্যুভেন্টাসের সামনে। তবে ডি মারিয়ার নেয়া শট বারপোস্টের কোণায় লেগে বল চলে যায় মাঠের বাইরে। ৩৯ মিনিটে ভারাতসখেলিয়ার গোলে স্কোর লাইন ২-০ করে নাপোলি। ডি-বক্সের ভেতর ওসিমহেনের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান তিনি। তিন মিনিট পর ডি মারিয়ার গোলে ব্যবধান কমায় সফরকারীরা।

বিরতির পর একচেটিয়া অধিপত্য বিস্তার করে নাপোলি। এই সময়ে গোল হয় আরও তিনটি। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা। আর সমান সংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে য়্যুভেন্টাস।

/এমএন

Exit mobile version