Site icon Jamuna Television

ফুকুশিমার ১০ লাখ টন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়া হবে

সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১০ লাখ টন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার ঘোষণা দিয়েছে জাপান। শুক্রবার (১৩ জানুয়ারি) এই ঘোষণা দেয় টোকিও। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, তেজস্ক্রিয় এসব পানি বর্তমানে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিশালাকৃতির ট্যাংকে সঞ্চিত করে রাখা আছে। তবে সাগরে ছাড়ার আগে এই পানি থেকে ট্রিটিয়ামসহ দূষিত বিভিন্ন পদার্থ আলাদা করা হবে। পানিতে থাকা রাসায়নিকের পরিমাণ স্বাভাবিক মাত্রায় আনার পর তা সাগরে ছাড়া হবে।

এরইমধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এই পানি সাগরে ছাড়াকে নিরাপদ উল্লেখ করেছে। ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে সৃষ্ট জলোচ্ছ্বাস আঘাত হানে ফুকুশিমায়। বিদ্যুৎকেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

/এমএন

Exit mobile version