Site icon Jamuna Television

কাল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য যান চলাচল বন্ধ থাকবে যেসব রুটে

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (১৫ জানুয়ারি)। আখেরি মোনাজাতের জন্য কয়েকটি রুটে সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

যেসব রাস্তা রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে- গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত।

করোনা মহামারির পর শুক্রবার (১৩ জানুয়ারি) আম বায়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনের কার্যক্রম। চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে।

/এনএএস

Exit mobile version