Site icon Jamuna Television

জেইর বোলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

একাধিক সরকারি ভবনে হামলার ঘটনায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কৌসুলিদের আবেদনের প্রেক্ষিতে এসেছে এমন সিদ্ধান্ত। খবর রয়টার্সের।

গত ৮ জানুয়ারির ভাঙচুরের ঘটনায় প্রথমবারের মতো অভিযুক্তদের তালিকায় উঠলো বোলাসোনারোর নাম। উসকানির দায়ে অভিযোগ গঠন হতে পারে তার বিরুদ্ধে। গেলো অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ডি সিলভার জয় মেনে নেননি বোলসানোরো। ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে ডিসেম্বরের শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

গত রোববার সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও প্রেসিডেন্ট প্যালেসে ভাঙচুর করে তার সমর্থকরা। একইদিন পোস্ট করা এক ভিডিও বার্তায় বোলসোনারো দাবি করেন, জনগণের ভোটে নয়, সুপ্রিম কোর্ট ও নির্বাচনী কর্তৃপক্ষের পছন্দে নির্বাচিত হয়েছেন লুলা ডি সিলভা। পরবর্তীতে ডিলিট করে দেয়া হয় ভিডিওটি।

/এমএন

Exit mobile version