Site icon Jamuna Television

ডোনাল্ড ট্রাম্পের কোম্পানিকে ১৬ লাখ ডলার জরিমানা

ছবি: সংগৃহীত

কর জালিয়াতির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানিকে ১৬ লাখ ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।

শুক্রবার (১৩ জানুয়ারি) নিউইয়র্কের এক আদালতে এ রায় দেয়া হয়।

১৫ বছর ধরে কর ফাঁকির অভিযোগ ওঠে ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন ট্রাম্পের কৌসুলিরা।

ডিসেম্বরে মোট ১৭টি অপরাধ গঠন করা হয় ট্রাম্পের মালিকানাধীন আবাসান কোম্পানির বিরুদ্ধে। গেলো মঙ্গলবার ট্রাম্পের এক মিত্রকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও ট্রাম্প ও তার পরিবারের ব্যবসা সংক্রান্ত ইস্যুতে চলছে বেশ কয়েকটি মামলা চলছে। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

/এনএএস

Exit mobile version