Site icon Jamuna Television

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রেস সচিব সারা স্যান্ডারসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এক টুইট বার্তায় স্যান্ডারস জানান, এই সফরের জন্য আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রশ্ন করার অনুমতি সংক্রান্ত পুতিনের এক প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

সোমবার ফিনল্যান্ডে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা খুব সামান্যই জানা গেছে। তবে ট্রাম্প-পুতিনের আসন্ন দ্বিতীয় বৈঠক নিয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে হেলসিংকির বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্পের অবস্থান ঘিরে বির্তক তৈরী হয়েছে। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্পের অতি মাত্রার নমনীয়তা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক ছিলো।

তবে ট্রাম্প বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, রাশিয়ার সঙ্গে বৈঠকটি সফল ছিলো। আমি আমাদের দ্বিতীয় সভার জন্য উন্মুখ হয়ে আছি। যাতে আমরা সন্ত্রাসবাদ, ইসরায়েলের নিরাপত্তা, পরমাণু ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারি।

Exit mobile version