Site icon Jamuna Television

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৪

ফাইল ছবি

আফগানিস্তানের কুন্দুজ শহরে নিরাপত্তা বাহিনীর বিমান অভিযানে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। বৃহস্পতিবারের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহত সবাই বেসামরিক নাগরিক। যাদের অধিকাংশই নারী ও শিশু।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির অনুসন্ধান চলছে। তবে, হামলাটি মার্কিন নাকি আফগানিস্তানের বিমান থেকে চালানো হয়েছে- বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এরইমাঝে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- হামলার সাথে মার্কিন বিমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি।

তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুন্দুজ। ধারণা করা হচ্ছে, জঙ্গি আস্তানা ছিলো অভিযানের মূল লক্ষ্য। গেলো সপ্তাহেই, জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়- চলতি বছর সংঘাতে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭শ’ মানুষ; যাদের ৩৫৩ জনের মৃত্যু হয়েছে বিমান হামলায়।

Exit mobile version