Site icon Jamuna Television

রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনকে “চ্যালেঞ্জার ২” ট্যাঙ্ক দিচ্ছে ব্রিটেন

রুশ আগ্রাসন থেকে বাঁচাতে এবার ইউক্রেনকে “চ্যালেঞ্জার ২” ট্যাঙ্ক দেয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের অন্যতম অত্যাধুনিক ট্যাঙ্কের মধ্যে চ্যালেঞ্জার ২’কে বিবেচনা করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউক্রেন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় ঋষি সুনাক জেলেনস্কিকে এ ট্যাঙ্ক দেয়ার কথা জানান। ব্রিটিশ সরকার জানায়, “চ্যালেঞ্জার ২” এর সাথে ইউক্রেনকে আরও অন্যান্য আর্টিলারি সরঞ্জাম দেয়া হবে। খবর দ্যা গার্ডিয়ানের।

ঋষি সুনাকের সাথে ফোনালাপ চলাকালে জেলেনস্কি ব্রিটেনকে ধন্যবাদ জানান। জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই সামরিক সহায়তা প্রমাণ করে ব্রিটিশ সরকার ইউক্রেনের সাথে কতটা আন্তরিক। তবে কিয়েভকে মোট কতগুলো ট্যাঙ্ক দেয়া হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

বিবিসির তথ্য অনুযায়ী, ইরাক যুদ্ধে বহুল ব্যবহৃত ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে এই চ্যালেঞ্জার। ১৯৯৮ সালে প্রথম এই ট্যাঙ্ক যুক্তরাজ্যের সমরভাণ্ডারে যুক্ত করা হয়। এর গতি ঘণ্টায় ৫৯ কিলোমিটার।

এটিএম/

Exit mobile version