Site icon Jamuna Television

রাজবাড়ী জেলা জজ আদালতের ৩২ মণ নথি বাজারে বিক্রি

বস্তাবন্দি করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আদালতের নথি।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ৩২ মণ ১০ কেজি ওজনের পুরাতন ন‌থি (বিনষ্টযোগ্য) বাজারে বিক্রয় করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপু‌রে রাজবাড়ী বাজারের মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জল খানের কাছে এসব নথি বিক্রয় করা হয়। বিষয়‌টি রাজবাড়ী জেলা জজ শীপের ফরমস এন্ড স্টেশনারী বিভাগের জাজ ইন-চার্জ ও সহকারী জজ মোঃ মিলন আলী স্বাক্ষরিত বিক্রয় প্রত্যয়নপত্রের মাধ্যমে জানা‌ গে‌ছে।

নথি বিক্রয়ের প্রত্যয়নপত্র।

আরও জানা গেছে, এসব পুরনো নথির প্রতি মণ কাগজের মূল্য ৭৫০ টাকা হিসেবে ৩২ মন ১০ কেজির ক্রয়মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ২শ টাকা। মূল্য প্রাপ্তি সাপেক্ষে শনিবার দুপুরে এসব নথি জনৈক ডাবলু শেখকে বুঝিয়ে দেয়া হয়। 

এ বিষয়ে বিক্রয় প্রত্যয়নপত্রে যোগাযোগের জন্য উল্লেখিত ০১৭২৩-৪১০০৪২ নম্বরে যোগাযোগ করা হলে বেঞ্চ সহকারী আব্দুল মতিন বিধি মোতাবেক নথি বিক্রয় করা হয়েছে বলে জানান।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌তের পাব‌লিক প্রসিকিউটর (‌পি‌পি) অ্যাড. উ‌জির আলী শেখ ব‌লেন, আমার জানাম‌তে আদাল‌তের ন‌থি ধ্বংস করার নিময়। তবে বি‌ক্রির বিষয়‌টি আমার জানা নাই।

/এসএইচ

Exit mobile version