Site icon Jamuna Television

৭ দিনের মাথায় ফের বাড়লো স্বর্ণের দাম, ভাঙলো অতীতের সব রেকর্ড

এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ ভরিতে বেড়েছে দুই হাজার ৬৮৩ টাকা। ফলে নতুন দর অনুয়ায়ী, এখন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের জন্য গুনতে হবে ৯৩ হাজার ৩৯৭ টাকা। দেশের ইতিহাসে এর আগে স্বর্ণের দাম কখনো এতো বাড়েনি।

শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৫ জানুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে গত শনিবার (৭ জানুয়ারি) স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড বেড়ে ৯০ হাজার ৭৪৫ টাকা হয়। এর ৭ দিনের মাথায় ফের বাড়লো দাম।

এসজেড/

Exit mobile version