Site icon Jamuna Television

ম্যানচেস্টার ডার্বিতে রেড ডেভিলদের জয়, ৬২ বছর পর ঘরের মাঠে লিভারপুলকে হারালো ব্রাইটন

ছবি: সংগৃহীত

চার মিনিটে ২ গোলের সুবাদে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে এরিক টেন হাগের দল। আর, লিভারপুলকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। এর মাধ্যমে, ৬২ বছর পর ঘরের মাঠে লিভারপুলকে হারালো ব্রাইটন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। অবশ্য বল দখলে এগিয়ে ছিলো ম্যানচেস্টার সিটি। ৬০ মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে জ্যাক গ্রিলিশের গোলে লিড নেয় সিটিজেনরা। ৭৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ঠিক ৪ মিনিটের মাথায় রাশফোর্ড আকস্মিক আরও একটি গোল করলে এগিয়ে যায় রেড ডেভিলরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। টানা ৩য় হারের পর ম্যানসিটির বিপক্ষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে, আরেক ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের বিরুদ্ধে বল দখল আর আক্রমণে শুরু থেকেই এগিয়ে ছিলো ব্রাইটন। প্রথমার্ধে শুধু গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সে অভাব পূরণ হয়। দলকে লিড এনে দেন সোলোমন মার্চ। ৭ মিনিটের মাথায় সোলোমনের দ্বিতীয় গোলে আরও এগিয়ে যায় ব্রাইটন।

আর, ৮১ মিনিটে মার্চের অ্যাসিস্ট থেকে ওয়েলব্যাক গোল করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাইটনের। ১৮ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে উঠে এসেছে ব্রাইটন। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে।

/এসএইচ

Exit mobile version