Site icon Jamuna Television

রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

চলে এসেছে এল ক্লাসিকোর মহারণ! স্প্যানিশ সুপার কাপের গ্র্যান্ড ফিনালেতে সৌদি আরবের রাজধানী রিয়াদে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (১৬ জানুয়ারি) রাত ১টায়।

এ ফাইনালে নিশ্চিতভাবেই ফেভারিট নয় কেউই। তবে রিয়াল মাদ্রিদ শিবির জর্জরিত ইনজুরিতে। ডেভিড আলাবা, শুয়ামেনি ও ওরডিজোল আসেননি সৌদি আরবে। নতুন করে সবশেষ ম্যাচে ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে গেছে স্প্যানিশ তারকা লুকাস ভাসকেস।

অন্যদিকে, আপাতত কোনো ইনজুরি সমস্যা নেই বার্সা শিবিরে। তবে একাদশে আসতে পারে পরিবর্তন। সেমিতে বদলি হিসেবে নেমে ভালো পারফর্ম করা আনসু ফাতি জায়গা নিতে পারেন রাফিনিয়ার। সেটা হলে প্রিয় রাইট সাইডে খেলবেন ডেম্বেলে। আর লেভানডোভস্কির সাথে বাঁ পাশ থেকে আক্রমণে যাবেন ফাতিহ।

/এসএইচ

Exit mobile version