Site icon Jamuna Television

ব্রাজিলে নাশকতাকারীদের ইন্ধন যোগানোর অভিযোগে সাবেক মন্ত্রী গ্রেফতার

ব্রাজিলের সাবেক আইন ও জনসুরক্ষা মন্ত্রী অ্যান্ডারসন তোরেস (ইনসেটে)।

ব্রাজিলে নাশকতাকারীদের ইন্ধন যোগানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন বলসোনারো সরকারের আইন ও জনসুরক্ষা মন্ত্রী অ্যান্ডারসন তোরেস। খবর এনবিসি নিউজের।

শনিবার (১৪ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে তোরেসকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গত সপ্তাহে, রাজধানী ব্রাসিলিয়ার কূটনৈতিক স্পর্শকাতর এলাকাগুলোয় যখন সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা তাণ্ডব চালাচ্ছিলেন; সে সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।

অভিযোগ তোলা হয়, নাশকতাকারীদের ইন্ধন যুগিয়েছেন তিনি। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট আর প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভাঙচুর চালানোর পেছনেও ছিলো তার মৌন সম্মতি। তবে, হামলার সময় তিনি ব্রাজিলে ছিলেন না। আদালত দেশে ফিরে, আত্মসমর্পণের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নতুবা, তার বিরুদ্ধে জারি হতো গ্রেফতারি পরোয়ানা। সেটি এড়াতেই, শনিবার ব্রাজিলে ফেরেন তিনি। এয়ারপোর্টেই তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে পরাজিত হন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

/এসএইচ

Exit mobile version