Site icon Jamuna Television

স্মার্ট ফোনের লোভে বন্ধুকে খুন

বরগুনা প্রতিনিধি:

বন্ধুর ফোনে প্রেমিকার সাথে যোগাযোগ এবং সেই ফোনেই টিকটক করতো রুবেল। একসময় সেই ফোনের লালসা পেয়ে বসে তার। পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে হত্যা করে পুলিশের কাছে ধরা পড়ার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ বলছে, দরিদ্র ঘরের ছেলে রুবেল। ছিল না স্মার্ট ফোন। তাই আলাউদ্দিনের ফোন ব্যবহার করে নিজের প্রেমিকার সাথে যোগাযোগ করতো রুবেল। সেই ফোনে টিকটক-ও করতো। একসময় ফোনের লোভে বন্ধুকে হত্যা করে। তারপর চট্টগ্রাম পালিয়ে যায় ঘাতক।

অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোবাইল ফোন দেয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম। তিনি বলেন, অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অপ্রাপ্ত বয়স্ক যারা তাদের কাছে প্রয়োজন ছাড়া মোবাইল দিবেন না।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বামনায় ধান ক্ষেতে পাওয়া যায় কিশোর আলাউদ্দিনের মরদেহ। তদন্তে নেমে ৮ জানুয়ারি ঘাতক রুবেল ধরা পড়ে পুলিশের কাছে।

/এনএএস

Exit mobile version