Site icon Jamuna Television

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।

রোববার (১৫ জানুয়ারি) দীর্ঘ ২৩ মিনিট ধরে চলে মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল হয় টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

এর আগে, আখেরি মোনাজাতের আগের রাতেই কানায় কানায় পূর্ণ হয় টঙ্গীর ইজতেমা ময়দান। ইজতেমার আগে সারাদেশে হাঁড়কাঁপানো তীব্র যে শীত পড়েছিল, তাতে ইজতেমায় আসা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। শীত কমে যাওয়ায় তাদেরও কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তারা।

দূর-দূরান্তের জেলা থেকে পিকআপ, ট্রাক বা বাসে করে মুসল্লিরা আসেন ইজতেমায়। আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

/এনএএস

Exit mobile version