Site icon Jamuna Television

ইজতেমার ১ম পর্ব শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা

ইজতেমার ১ম পর্ব শেষে বাস বা ট্রেন যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন।

আখেরি মোনাজাত শেষে বাড়িতে শুরু করেছেন মুসল্লীরা। রেল, বাস, ছোট যানবাহন যে যেভাবে পারছেন সওয়ার হচ্ছেন তাতেই। টঙ্গী রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও, আবদুল্লাহপুরসহ ঢাকা থেকে বের হওয়ার সব সড়কে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

এদিন, সকাল ১০টা নাগাদ শুরু হয় আখেরি মোনাজাত। এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই ফজরের নামাজ আদায় করে ইজতেমা ময়দান অভিমুখে রওনা হন। মাঠ-সড়ক; যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নেন। চোখের পানি ছেড়ে মহান আল্লাহর দরবারে হাত তোলেন ধর্মপ্রাণ মুসাল্লিরা। চেয়েছেন পরিবার- দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর সমৃদ্ধি। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মুসাল্লিরা।

/এসএইচ

Exit mobile version