Site icon Jamuna Television

নির্ধারিত স্থানে ধূমপান না করায় অনেকে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন: পরিবেশ মন্ত্রী

ধূমপানের জন্য নির্ধারিত স্থান থাকলেও মানুষ সেটা ব্যবহার করে না, যার ফলে জনসমাগম এলাকায় অনেকে পরোক্ষ ধূমপানের শিকার হন; এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আহছানিয়া মিশন অডিটোরিয়ামে ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে তামাকের ক্ষতিকর প্রভাবে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঢাকা আহছানিয়া মিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। সাথে পরিবেশের জন্যও বড় ধরনের হুমকি। এর ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে সচেতনা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

পরিবেশন মন্ত্রী জানান, ট্যোবাকো অ্যাটলেসের তথ্যমতে, দেশে তামাক ব্যবহারের ফলে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়।

/এমএন

Exit mobile version