Site icon Jamuna Television

ভোলায় মোটরসাই‌কেল-ট্রলির মুখোমুখী সংঘ‌র্ষে দুই ভাইয়ের মৃত্যু

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় মোটরসাই‌কেল ও ইটবাহী ট্রলির মুখোমুখী সংঘ‌র্ষে মো. সো‌হেল (২৫) ও মো. শাওন (২০) না‌মে দুই যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুইভাই। নিহতরা ব‌রিশাল জেলার মে‌হেন্দীগঞ্জ উপ‌জেলার আ‌লিমাবাদ ইউ‌নিয়‌নের আব্দুল ক‌রিম মোল্লার ছে‌লে।

রোববার (১৫ জানুয়া‌রি) দুপুর আড়াইটার দি‌কে ভোলা সদর উপ‌জেলার প‌শ্চিম ই‌লিশা ইউ‌নিয়‌নের হাওলাদার বাজার সংলগ্ন সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপু‌রের দি‌কে ভোলা সদ‌রের পরানগঞ্জ বাজার থে‌কে মোটরসাই‌কে‌লে ক‌রে বা‌ড়ি ফির‌ছি‌লেন সো‌হেল ও শাওন। প‌রে প‌শ্চিম ই‌লিশা ইউ‌নিয়‌নের হাওলাদার বাজারের কাছে আস‌লে এক‌টি ইট বোঝাই ট্রলির সা‌থে তা‌দের মোটরসাই‌কে‌লের মুখোমুখী সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই প্রাণ হারান তারা।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শা‌হিন ফ‌কির ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে‌ছে। ত‌বে ঘটনার প‌রে ট্রলির চালক পলাতক র‌য়ে‌ছে। তা‌কে আট‌কের চেষ্টা চল‌ছে।

এসজেড/

Exit mobile version