Site icon Jamuna Television

শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে: বিপ্লব বড়ুয়া

শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মগবাজার, মালিবাগ ও শান্তিনগর এলাকার প্রকৃত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দলীয় সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী পুরো শীতজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে এমন কার্যক্রম চলবে বলে জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

/এমএন

Exit mobile version