Site icon Jamuna Television

বুর্জ খলিফায় পাঠানের ট্রেইলার প্রদর্শন, গানে পা মেলালেন শাহরুখ (ভিডিওসহ)

বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফা। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। সেসময় দেখানো হলো শাহরুখের নতুন ছবি পাঠানের ট্রেইলার। এ দৃশ্য উপভোগ করলো দুবাইসহ গোটা বিশ্ব। খবর আনন্দবাজার পত্রিকার।

এক আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দুবাইয়ে অবস্থান করছেন শাহরুখ খান। শাহরুখের উপস্থিতিতেই বুর্জ খলিফায় প্রদর্শিত হল ‘পাঠান’ ছবির ট্রেলার। শুধু ছবির ট্রেলার প্রদর্শনই নয়, ‘ঝুমে জো পাঠান’ গানের তালে ভক্তদের সঙ্গে বাদশা নিজেও পা মেলালেন। ভক্তদের সাথে সেলফিও তুলতে দেখা যায় এসময় শাহরুখকে।

শাহরুখের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পাঠান মুক্তির এখনো ১০ দিন বাকি আছে। বুর্জ খলিফার একজন কর্মকর্তা বলেন, দুবাইতে শাহরুখের বহু ভক্ত রয়েছে। আর ৫ বছর পর পর্দায় ফিরছেন এই নায়ক। তাই ভক্তরাও রয়েছেন চরম উত্তেজনায়।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর ট্রেলার। ছবিতে প্রধান চরিত্রে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া।

এটিএম/

Exit mobile version