সাড়ে চারশ কোটি ডলারের ঋণ নিয়ে শেষ মুহূর্তের আলোচনায় ঢাকায় অবস্থান করছেন আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ।
রোববার (১৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে বৈঠক করেছেন। বৈঠকে দেশের আর্থিক খাতের ঝুঁকি এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছেন অ্যান্তইনেত মনসিও সায়েহ। দেশের আর্থ-সামজিক পরিস্থিতি, মুদ্রা নীতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয় সভায় গুরুত্ব পেয়েছে।
এই ঋণপ্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য আইএমএফের আসন্ন বোর্ড সভায় উঠবে। সফররত প্রতিনিধি দল সংস্কার তৎপরতার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শর্ত পরিপালনে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাড়ানো হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। রাজস্ব খাতের সংস্কার ও ভ্যাট আইন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজস্ব বোর্ড। সাড়ে চারশ কোটি ডলারের মধ্যে ৩২০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করবে সরকার। বাকি ১৩০ কোটি ডলার খরচ করতে হবে জলবায়ুর ঝুঁকি মোকাবেলার কর্মসূচিতে। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন আইএমএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক।
/এমএন
Leave a reply