Site icon Jamuna Television

দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: আমু

আমির হোসেন আমু। ফাইল ছবি।

বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, এমন মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিসদের সদস্য আমির হোসেন আমু।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১৪ দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির এতো জনসমর্থন থাকলে তারা নির্বাচনে আসতে ভয় পায় কেন। তারা নির্বাচনে কারচুপির কথা বলে। নির্বাচনে কারচুপি কারা করে, সে কথা দেশের জনগণ জানে।

আমির হোসেন আমু আরও বলেন, উন্নয়নে যাদের গাত্রদাহ তারাই আজকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।

এই আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংবিধান কারও দয়ার দান নয়। সংবিধান যারা টুকরো করতে চায়, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version